অবশেষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে লিয়াম লিভিংস্টোনের
অবশেষে টেস্ট অভিষেক হতে যাচ্ছে লিয়াম লিভিংস্টোনের। বেশ কিছুদিন ধরে আলোচনায় থাকা এই অলরাউন্ডার পাকিস্তানের বিপক্ষে পহেলা ডিসেম্বর অনুষ্ঠেয় রাওয়ালপিন্ডি টেস্টে খেলবেন। এমনটা নিশ্চিত করেছেন ব্রেন্ডন ম্যাককালাম।
তিনি বলেন, 'সে অফ স্পিন করে, লেগ স্পিন করে, ভালো ফিল্ডিং করে এবং দুর্দান্ত আক্রমণে বল সীমানা ছাড়া করে- এমন একজন ক্রিকেটারকে বেছে না নেয়া কঠিন। ব্যাট হাতে লিভিংস্টোন যেভাবে নিজেকে মেলে ধরে, তা অনেকটা জ্যাকসের মতোই। তবে লিভিংস্টোন লেগ স্পিন ও অফ স্পিন দুটোই করতে পারে, যা আমাদের জন্য বাড়তি পাওয়া।'
'আমাদের সত্যিকারের আলোচনা ছিল জ্যাকস ও লিভিংস্টোনের মধ্যে কাকে বেছে নেব। শেষ পর্যন্ত লিভিংস্টোনের দিকে পাল্লা হেলে পড়েছে তার ব্যাটিং পজিশন ও তৃতীয় স্পিনার হিসেবে সম্ভাব্য ভূমিকার কারণে। দুই দিকেই বল টার্ন করাতে পারে, এমন একজনকে পাওয়া দারুণ ব্যাপার।'
প্রথম শ্রেণির ক্রিকেটে ভালোই সফল লিভিংস্টোন। ৬২ ম্যাচে সাতটি সেঞ্চুরিতে তিন হাজার ৬৯ রান করেছেন তিনি। গড় ৩৮.৩৬। বল হাতে উইকেট নিয়েছেন ৪৩টি।
ম্যাককালাম ইংল্যান্ডের টেস্ট দলের হেড কোচ হওয়ার পর পরই দেখা গেছে তার আগ্রাসী চিন্তাভাবনার ধরন। ক্রিকেট মহলে ইংল্যান্ডের আগ্রাসী ঘরানার ক্রিকেটও বেশ সমাদৃত হয়েছে।
মারকুটে ক্রিকেট খেলার জন্য টেস্ট দলে লিভিংস্টোনকে আনবেন বলে আগেই জানিয়েছিলেন তিনি। রাওয়ালপিন্ডি টেস্টের আগেও জানিয়েছেন এমনটা। লিভিংস্টোনের আগ্রাসী ব্যাটিং সামর্থ্যের পাশাপাশি তার স্পিন প্রতিভাকে আলাদাভাবে কাজে লাগাতে চান ম্যাককালাম।
0 মন্তব্যসমূহ