পাকিস্তানের ব্যাটারদের দুর্বলতা পেয়েছেন রমিজ
এই ম্যাচে হারিস রউফ মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে আফগানিস্তানকে গুড়িয়ে দিতে বড় ভূমিকা রেখেছেন। যদিও এই ম্যাচে ইমাম উল হক ছাড়া আর কোনো ব্যাটারই আলো ছড়াতে পারেননি। ইফতিখার আহমেদ ও শাদাব খান মিলে শেষ দিকে দারুণ ব্যাটিং করে পাকিস্তানের সংগ্রহ দুইশ পার করেছেন।
এই ম্যাচের পর পাকিস্তানের ব্যাটিংয়ে দুর্বলতা খুঁজে পেয়েছেন রমিজ রাজা। সাবেক এই পিসিবি সভাপতি মনে করেন স্পিনের বিপক্ষে পাকিস্তানের ব্যাটারদের আত্মসমর্পণ তাদের দুর্বলতা প্রকাশ করেছে। প্রথম ওয়ানডেতে পাকিস্তানের ১০ উইকেটের মধ্যে রশিদ খান, মুজিব উর রহমান, রহমত শাহ ও মোহাম্মদ নবিরা মিলেই নিয়েছেন ৯ উইকেট।
আর তাতেই শঙ্কা দেখছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘পাকিস্তান স্পিন বোলিংয়ের সামনে সমস্যায় পড়ছে। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে এটা সমাধা করা দরকার। কারণ, একই কন্ডিশনেই কিন্তু খেলতে হবে। আমরা যদি স্পিন বোলিংয়ের সমাধান না করতে পারি, টুর্নামেন্টে সামনের দিকে এগোনো যাবে না।’
এক পর্যায়ে পাকিস্তানের ব্যাটারদের নিয়ে হাস্যরসও করেছেন রমিজ। তিনি পাকিস্তানের ব্যাটারদের খরগোশের সঙ্গে তুলনা করেছেন। রমিজ বলেন, ‘গাড়ির হেডলাইটের সামনে পড়লে খরগোশ যেমন জায়গায় আটকে যায়, পাকিস্তানের ব্যাটসম্যানদের দেখলেও তেমনই মনে হয়।’
পাকিস্তান দলে এখন অনেকাংশেই বাবর নির্ভর। এর থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তিনি। রমিজ বলেন, ‘পাকিস্তান বাবর আজমের ওপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। সেটা টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। এমনকি শূন্য রানে আউট হলেও ওকে নিয়ে আলোচনা হয়।’
0 মন্তব্যসমূহ