লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩.৩ ওভারে ৫১ রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। টানা তিন ম্যাচে খরুচে বোলিং করায় বাঁহাতি এই পেসারকে একাদশে রাখা হবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও মুস্তাফিজের ওপর আস্থা রেখেছে চেন্নাই সুপার কিংস। বাংলাদেশের এই পেসারকে একাদশে রেখেই টস হেরে আগে ব্যাটিং করবে বর্তমান চ্যাম্পিয়নরা।
চেন্নাই সুপার কিংস- আজিঙ্কা রাহানে, রুতুরাজ গায়কোয়াড়, ড্যারিল মিচেল, মঈন আলী, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মুস্তাফিজুর রহমান এবং মাথিশা পাথিরানা।
সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, ট্রাভিস হেড, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, নীতিশ রেড্ডি, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, জয়দেব উনাদকাট এবং থাঙ্গারাসু নাটারাজন।
0 মন্তব্যসমূহ